
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামে অবস্থিত স্কলার মডেল স্কুলের শিক্ষার্থীদের প্রতি বছর পাঠ্যপুস্তকের পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে পবিত্র কোরআন পাঠ শেখানো হয়। সেই ধারাবাহিকতায় এ বছরে বিভিন্ন ক্লাস থেকে ৫৫ জন শিক্ষার্থী কোরআন ছবক নেওয়ার জন্য মনোনীত হয়। ছবক নেওয়া শিক্ষার্থী সহ অনান্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও কোরআন শিক্ষার প্রতি আকৃষ্ঠ করার লক্ষে আজ ৫ ডিসেম্বর বৃহস্পতি বার স্কলার মডেল স্কুলের আঙ্গিনায় একটি বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করে স্কুলের কতৃপক্ষ। স্কলার মডেল স্কুলের সহকারী শিক্ষক মীর রোকনুজ্জামান এর সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আতিকুর রহমান শাহাবুলের সভাপতিত্তে পবিত্র কোরআন ছবক ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার রোকনুজ্জামান, বিশেষ অতিথী ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আলাউদ্দীন, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক মোঃ শফিউল আলম বকুল, ভেদামারি-পাঁচবাড়ীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্জ মাওলানা মোহাম্মদ আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ইমরুল হক, ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার ফিল্ড অফিসার মোঃ মজিবর রহমান, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পারকুলা মোনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুদ রানা সহ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা স্কলার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আতিকুর রহমান শাহাবুল ও ধর্মীয় শিক্ষক ক্বারী মোঃ জুয়েল রানার প্রসংশা করে বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি এতো গুরুত্বারোপ বর্তমান সময়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আলাদা। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার পক্ষ থেকে ছবক নেওয়া প্রত্যেক শিক্ষার্থীদের কোরআন উপহার দেন কতৃপক্ষ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী।










