
মোঃ নুরুজ্জামান খোকন : পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে ২৫ পিচ ইয়াবা সহ ২মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ। গতকাল (বুধবার)৪ডিসেম্বর ২০২৪,রাত ৮ঃ৩০ এর সময় গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশের অভিযানে,৩নং সদর ইউনিয়নের জয়কুল গ্রামের,কমিউনিটি ক্লিনিক সংলগ্ন রাস্তা থেকে সন্দেহজনক উক্ত দুই ব্যক্তিকে তল্লাশি করলে সাথে থাকা ২৫ পিচ মাদক দ্রব্য ইয়াবা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তি মূলক বলেন যে,দীর্ঘদিন মাদক ব্যবসা করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন।
কাউখালী থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মো: সোলায়মানের নির্দেশে উপ-পরিদর্শক(এসআই) মোঃরাশেদুল ইসলামের নেতৃত্বে,উক্ত স্থানে এক বিশেষ অভিযান পরিচালনা করে ২ জনকে মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো:রোকনুজ্জামান(৪১) পিতা:মোঃ রুস্তুম আলী, গ্রাম:জয়কুল,কাউখালী। মো:মেহেদী হাসান (২৭) পিতা: মাসুম হাওলাদার, গ্রাম:-গুয়াটন, ঝালকাঠি। এ বিষয়ে কাউখালী থানা পুলিশ কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন,
আটককৃত ২জন মাদক ব্যবসায়ী,তাদের সঙ্গে থাকা ইয়াবা উদ্ধার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা রুজু হয়েছে। অতঃপর ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে তাদেরকে পিরোজপুর কোর্টে পাঠানো হয়।
তিনি আরো বলেন, যেকোন অপরাধীদের আইনগত ব্যবস্থা সহ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।










