প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১০:২৮ অপরাহ্ণ
আলমডাঙ্গার বিখ্যাত মাদক ব্যবসায়ী বৃষ্টি খাতুনকে আটক করেছে র্যাব-১২

মেহেরপুর, র্যাব-১২ আলমডাঙ্গা অভিযান ২৭(সাতাশ) পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, মাদক ব্যবসায়ী বৃষ্টি আটক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় মেহেরপুর, র্যাব-১২ অভিযান ২৭(সাতাশ) পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, মাদক ব্যবসায়ী বৃষ্টি আটক হয়েছে।
(২ ডিসেম্বর ) মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়া হইতে মাদক ব্যবসায়ী বৃষ্টিকে আটক করে র্যাব। জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ষ্টেশন পাড়ার পিকু মিয়ার স্ত্রী বৃষ্টি খাতুন (২৫) কে আটক করেছে র্যাব।
সিপিসি-৩, মেহেরপুর, র্যাব-১২ এর নেতৃত্বে র্যাব এর একটি টহল টিম আলমডাঙ্গা থানা এলাকায় টহল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌরসভাধীন স্টেশনপাড়াস্থ আসামী মোছাঃ বৃষ্টি খাতুন(২৫) আটক করে। বিজেও-৬৭৪৩৭ ডিএডি/মোঃ হারুনুর রশিদ বলেন এ সংক্রান্তে আলমডাঙ্গা থানার মামলা নং-০১ ধারা- ৩৬(১) সারণির ২৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়েছে।
চেয়ারম্যান: ফরিদ আলী ব্যাবস্থাপনা পরিচালক: এম. সনজু আহমেদ,সম্পাদক: নাজমুল হক শাওন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:এরশাদপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ,ফোন: ০১৭২১-৮৪৭৯০৬,ইমেইল: sftvnewsbd@gmail.com