আলমডাঙ্গা উপজেলার ২টি ইউনিয়ন জামায়াতে আমিরের শপথ গ্রহণ।
Spread the love

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ও জামজামি ইউনিয়ন জামায়াতের আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। (২ ডিসেম্বর )মঙ্গবার বিকালে কালিদাসপুুর ইউনিয়নের আসাননগর গ্রামে  আগামি ২০২৫-২০২৬ সেশনের জন্য কালিদাসপুর ইউনিয়নের আমির হিসাবে শপথ বাক্য পাঠ করেন, মো: আসাদুল হক, সেক্রেটারি মনোনীত করা হয় মো: সাদ্দাম হোসেন। সহকারী সেক্রেটারি হিসাবে মনোনীত হন মো: মিনারুল ইসলাম, ও মো: ইফতেখার জাহাঙ্গীর।

এছাড়াও জামজামি ইউনিয়ন এ-র আমির হিসাবে শপথ বাক্য পাঠ করেন মো: ফজলুল হক, ও সেক্রেটারি মনোনীত করা হয় মো: শরিফুল ইসলাম। উক্ত শপথ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সম্মানিত সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা জর্জ কোর্টের বিশিষ্ঠ আইনজীবি এ্যাড মাসুদ পারভেজ রাসেল। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মো: দারুস সালাম , উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সম্মানিত আমির প্রভাষক শফিউল আলম বকুল, সহকারী সেক্রেটারি মো: তরিকুল ইসলাম। আলম ডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মেহেদী হাসান আলহাজ্ব, ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির মো: সজিবুর রহমান। এছাড়াও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31