
আলমডাঙ্গায় ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। (২ ডিসেম্বর)সোমবার রাত ৯টার দিকে আলমডাঙ্গা থানার পোয়ামারি গ্রামে রিফাত আলীর ছেলে তরিকুল ইসলাম(৪০), এবং বেলগাছি মাঠপাড়া গ্রামের আঃ রহমানের ছেলে আজানুর রহমান(৩৫) কে আটক করে। পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এর নেতৃত্বে এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় নিয়মিত টহল চলছিল এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে পোয়ামারী গ্রামের তরিকুল ইসলাম নিজ বাড়িতে নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয় করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে ৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ভিউ: ৪২৮










