
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০৩ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ১১জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে ১০ জনকে হুইল চেয়ার ও ১ জনকে ট্রাই হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠিক সম্পাদক মোঃ তসলিম মোল্লাসহ শতাধিক প্রতিবন্ধী উপস্থিত ছিলো।
র্যালীতে অংশ নেওয়া প্রতিবন্ধী ইয়াসমিন জানান, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার থেকে একটি ছোট্ট দোকান পেয়েছিলাম সেটির সীমিত আয়ে কোনরকম সংসার চলে। তবে মাথা গুজার মত ঘর না থাকায় অনেক কষ্টে থাকতে হয়। সরকার যদি একটা ঘরের ব্যবস্থা করতো তাহলে খুব ভালো হতো।
উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মাধ্যমে আমরা প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার আদায় ও সরকারের পাশাপাশি আমাদের সংস্থার উদ্যোগে বিভিন্ন সময় আমরা প্রতিবন্ধীদের নানান সহযোগিতা প্রদান করে থাকি। আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবসে সকল প্রতিবন্ধীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক এটা আমাদের দাবি৷
উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক জানান, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। এছাড়াও সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে জটিল রোগে আক্রান্ত রুগীদের চিকিৎসা খরচ ও সরকার দিচ্ছে। আজ শ্রীপুরে প্রতিবারের ন্যায় এবারো ১১ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হলো।










