
পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় অদ্য ৩ নভেম্বর মঙ্গলবার আসর নামাজ বাদ, জাগ্রত-বিপ্লবী তাওহীদি জনতার উদ্যোগে,চট্টগ্রামে তরুণ আইনজীবী এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে প্রায় এক হাজার মুসলিম জনতার উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে কাউখালী চিরাপাড়া ইউনিয়নের ডুমজুরি মাদ্রাসার মুহতামিম ও কাউখালী কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম মুফতি মাওলানা মো:ওমর ফারুক এবং কাউখালী উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা মো: রেজাউল করিমের নেতৃত্বে উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি, কাউখালী সরকারি বয়েজ স্কুল মাঠ হতে শুরু করে কাউখালী দক্ষিণ বাজার হয়ে, উত্তর বাজার হয়ে কাউখালী বালিকা বিদ্যালয় সংলগ্ন ব্রিজ(বিন্দুর ব্রিজ)থেকে উপজেলার প্রধান সড়ক দিয়ে টেম্পু স্ট্যান্ডে উপস্থিত হয়ে,নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গের ভারত ও ইসকন বিরোধী বিভিন্ন আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন:-
মাওলানা মোঃ শিহাব উদ্দিন কাসেমী, উপদেষ্টা, বাংলাদেশ ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখা। মো: আলী হোসেন হাওলাদার, সভাপতি, বাংলাদেশ ইসলামী আন্দোলন কাউখালী উপজেলা শাখা।
মাওলানা লোকমান হোসেন সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী আন্দোলন কাউখালী উপজেলা শাখা। মাওলানা এবাদত হোসেন সভাপতি, ইমাম মোয়াজ্জিন সমিতি কাউখালী উপজেলা শাখা।
হাফেজ মাওলানা এইচ এম হাফিজুল্লাহ সভাপতি, ইসলামী যুব আন্দোলন কাউখালী উপজেলা শাখা।
হাফেজ মাওলানা মুফতি ইমরান ফরহাদ,ইমাম ও খতিব, কাউখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদসহ সমগ্র কাউখালী উপজেলার ধর্মপ্রাণ মুসলমানগণ।
উক্ত ইসকন বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে কাউখালী উপজেলার জাগ্রত বিপ্লবী তাওহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাউখালী থানার কর্তব্যরত এস আই মোঃ মাসুদ ও এস আই বিপ্লব সহ সঙ্গীও ফোর্স এবং গোয়েন্দা সংস্থা তৎপর ছিলেন।










