
এক সময়ে যে নদী দিয়ে চলতো বড় বড় লঞ্চ চলতো নীল কর দের লঞ্চে করে নীল নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম সেই নদী এখন কালেরবির্বতনে ভরাট হয়ে তৈরি হয়েছে ছোট একটি নদী বা নালা, বলছি নীলফামারী সদর থানার ঐতিহাসিক নটখানা নীলকুঠির পাশ দিয়ে বয়ে চলা যমুনেশ্বরী নদীর কথা আর এই নটখানা যমুনেশ্বরী নদীর চরে ফোটা অচেনা ফুল দেখার জন্য ভির করছে হাজারো মানুষ সেই সাথে জানতে পারছে ছোট এই নদীর পুরনো ঐতিহ্য জানছে নীল কর দের ইতিহাস দেখতে পারছে বৃটিশ আমলের নীলকর দের তৈরি করা জেলার সবচেয়ে বড় নীলকুঠি বিল্ডিং ।
ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হওয়া কয়েকজন দর্শনার্থী বলেন আমরা আগে জানতাম না যে এটা একটি বড় নদী ছিলো এখান থেকে লঞ্চে করে নীল কররা নীল নিয়ে যেতো তবে কালের বির্বতনে এই নদী টি ভরাট হয়ে যায় তবে এবার হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি যে এই নদীতে হাঠাৎ করে কিছু অচেনা ফুল ফুটেছে যা দেখার জন্য এখানে আসা। এদিকে স্হানীয় কয়েকজন বলেন হঠাৎ করে এবছর এই অচেনা ফুল গুলো ফুটেছে যা দেখতে খুব সুন্দর আর এই ফুল গুলো দেখার জন্য জেলার বিভিন্ন স্হান থেকে মানুষ জন আসছে।










