উক্ত সমাবেশটি পৌর জামায়াতের আমীর একেএম আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
পৌর জামায়াত সেক্রেটারি মাওলানা আবুল হাসেম ও উপজেলা সেক্রেটারি আবদুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, জেলা সহকারী সেক্রেটারি মাও. মুফতি আমিনুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন -
চান্দিনা উপজেলার আমীর মাও. মিজানুর রহমান, নায়েবে আমীর মাও. মোশাররফ হোসেন, ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ, সুপ্রিম কোর্টের এটর্নি জেনারেল জাকির হোসাইন, ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিমের সভাপতি জিসান আহমেদ প্রধান।
এছাড়া উক্ত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা ও পৌরসভার সর্ব সাধারণ জনগণ ও অন্যান্য নেতৃবৃন্দ ।