
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামে অবস্থিত অন্যতম সুপরিচিত ও প্রশংসিত কিন্ডারগার্টেন স্কুল স্কলার মডেল স্কুলে বিভিন্ন বিষয়ের পদসমুহে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ প্রদান করা হবে। উক্ত পদে আগ্রহী প্রার্থীদের আগামী ১৫/১২/২০২৪ ইং তারিখ রবিবারের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ স্কলার মডেল স্কুলের অফিস রুমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যে যে পদের জন্য ও যে যে যোগ্যতা সম্পন্ন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবেঃ
১। সহকারি শিক্ষক (গণিত) – বিএসসি অনার্স বা সমমান – পদ সংখ্যা ০২ জন।
২। সহকারি শিক্ষক (বিজ্ঞান বিভাগ) – বিএসসি অনার্স বা সমমান – পদ সংখ্যা ০২ জন।
৩। সহকারি শিক্ষক (মানবিক বিভাগ) – বিএ অনার্স বা সমমান – পদ সংখ্যা ০২ জন।
৪। সহকারি শিক্ষক (ইংরেজী) – বিএ অনার্স বা সমমান – পদ সংখ্যা ০২ জন।
৫। সহকারি শিক্ষক (বাংলা) – বিএ অনার্স বা সমমান – পদ সংখ্যা ০১ জন।
৬। সহকারি শিক্ষক (ইসলাম শিক্ষা) – ফাজিল অথবা সমমান/হিফজ ও নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত – পদ সংখ্যা ০২ জন।
৭। সহকারি শিক্ষক (বিপিএড) – বিএ অনার্স বা সমমান ও বিপিএড প্রশিক্ষণ প্রাপ্ত – পদ সংখ্যা ০১ জন।
★ আবেদনের সময় শেষ হলে, লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি জানানো হবে।
★ লিখিত পরীক্ষার সময় আবেদনকারীর সকল সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।
★ বেতন ও অন্যান্য সুবিধাধি আলোচনা সাপেক্ষে।
★ সকল পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনে যোগাযোগঃ
মোঃ আতিকুর রহমান শাহাবুল
পরিচালক
স্কলার মডেল স্কুল
পারকুলা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা
মোবাঃ ০১৭১০-৩৮১৫৬৭ , ০১৮৬৪-১১৪১৪৪










