
পটুয়াখালীর মহিপুরে প্রায় ৭৬ লাখ ৫০ হাজার টাকা বাজার মূল্যের ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে নিজামপুর কোস্টগার্ড। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ৭নং ওয়ার্ড নিজামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে থামানোর চেষ্টা করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি একটি বাজারের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে তিনটি কার্টুন থেকে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে নিজামপুর কোস্টগার্ডের মিডিয়া সেল কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবা থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।










