
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী কলেজ পাড়ার কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুর পিতা বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য আব্দুল গনি বিশ্বাস (৮০) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্প করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।
পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে রাত ৮ দিকে কুমারী পূর্ব পাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, থানার ওসি (অপারেশন)আজগার আলীসহ সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মনি মাস্টার,বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা ইসাহক আলী ফরজ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রবিউল হক, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু,আজিজুল হক মাস্টার, হাজী মোহাম্মদ মুসা হক, ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান, সুখসান আলী, শরিফুল ইসলাম, আইনাল হক, বায়েজিদ, ওহিদুল ইসলাম, মরহুমের সন্তান আবু সায়েম রিপন, রাজিব আহমেদ, সাবেক জেলা পরিষদ সদস্য মজনু রহমান ও বিভিন্ন শেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বীরভক্তি যোদ্ধা আব্দুল গনি বিশ্বাসকে ২৩ নভেম্বর দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ২৫ শে নভেম্বর সকাল ১০টার দিকে তিনি মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি আলমডাঙ্গা উপজেলা কুমারী গ্রামের মৃত খবিরউদ্দিন বিশ্বাসের ছেলে।










