
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রগতি সংঘ হল্ডরুম রিক্সা ভ্যান মালিক সমিতি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক মোঃ রাসেল, মোঃ রনি আহমেদসহ ১৫ সদস্যকে নিয়ে কমিটি গঠিত হয়েছে। এসময় শাহজাদপুর পৌরসভার ১২শো গাড়ির শতাধিক মালিক সহ উপস্থিত ছিলেন প্রগতি সংঘের সহসভাপতি মোঃ রওশন আলী রসনাই , মোহাম্মদ মান্নান প্রামানিক রইস প্রামানিক,মোহাম্মদ ছানোয়ার প্রমূখ।
এ সময় সকলের উপস্থিতিতে পরামর্শমূলক আলোচনা এবং দিকনির্দেশনামুলক কথাবার্তা তুলে ধরা হয়।
ভিউ: ২৬০










