
মোঃ মুরাদ হোসেন : প্রতিবন্ধী সমাজের বোঝা নয়, সঠিক প্রশিক্ষণ পেলে প্রতিবন্দীরাও হতে পারে দেশের অর্থনীতির চালিকা শক্তির অংশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোঃ নাজমুল হক আলী এর উদ্যোগে শাহজাদপুরে রিহ্যাবিলিটেশন এন্ড টেকনিক্যাল এন্ডকেশন ফর ডিজঅ্যাবিলিটিজ প্রতিষ্ঠা হয়েছে।
২৩শে নভেম্বর, রোজ শনিবার বিকেলে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক। আরো বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মোফাজ্জল হোসেন, আতাউর রহমান পিন্টু,মোঃ নাজমুল হাসান, নজরুল ইসলাম প্রমূখ। এসময় মোসতাসিন মেহেদী সিয়ামের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাতা, মোঃ নজমুল হক আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন তেলাওয়াত এবং ধারাবাহিকভাবে অতিথিরা সাধুবাদ প্রকাশ এবং পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এই প্রতিষ্ঠান থেকে সকল প্রকার প্রতিবন্ধী ব্যক্তিরা সাহায্য-সহযোগিতা ও প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।










