
২৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে সাত ঘটিকার সময় নিজস্ব অফিসে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ২০২৫ – ২০২৬ সেশনের জন্য প্রভাষক শফিউল আলম বকুলকে উপজেলা আমীর ও মাহের আলীকে আলমডাঙ্গা পৌর আমীর হিসেবে গত ১৮ নভেম্বর রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার ফলাফলের ভিত্তিতে শপথ অনুষ্ঠানে নাম ঘোষণা করেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমীর মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, যুব ও মানবাধিকার সেক্রেটারী শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন।
২০২৫ – ২০২৬ সেশনের জন্যে রুকনদের প্রত্যক্ষ ভোটে নব নির্বাচিত আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল ও আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী শপথ গ্রহণ করেন। এছাড়াও উপজেলা শাখার নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, সেক্রেটারি মামুন রেজা ও পৌর শাখার নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিনকে দায়িত্ব প্রদান করে মনোনিত শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ পাঠ করান স্ব-স্ব আমীরদ্বয়।
শপথপূর্ব প্রধান অতিথি তার বক্তবে বলেন জামায়াতে ইসলামী যে ৩০ শলা পরিকল্পনা গ্রহণ করেছে তা আমরা আগামী ২০২৫ সালের এক বছর কাজ করে পাঁচ বছরের কাজকে এগিয়ে নিতে চাই। আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর তারিখ পর্যন্ত সহযোগী সদস্য সংগ্রহ সপ্তাহ পালন করতে হবে এর মাধ্যমে আমরা সহযোগী বৃদ্ধি, সাংগঠনিক মজবুতি এবং দাওয়াতি কাজকে সম্প্রসারিত করতে চাই। তিনি আরো বলেন আমরা যারা রুকনিয়তের শপথ নিয়েছি তারা এখন থেকে ৯০ ঘণ্টার পরিবর্তে ১৫০ ঘন্টা শুরা ও কর্মপরিষদ সদস্যরা ২০০ ঘন্টা করে দায়িত্ব পালন করবে। উলামা বিভাগের মাধ্যমে সকল মাদ্রাসায় দাওয়াত পৌঁছাতে হবে। বিভিন্ন বিভাগভিত্তিক কাজের মাধ্যমে সকল পেশাজীবী শ্রেণীর মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। তিনি বলেন ত্রুটিপূর্ণ নিয়ত থেকে বের হয়ে আমাদেরকে খালেছ নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে। বক্তব্যের পরিশেষে তিনি বলেন আমরা বসার জন্য চেয়ার না খুঁজে যোগ্যতা অর্জনের মাধ্যমে এদেশের মানুষের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা চালাতে হবে। শপথ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা জেলার সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।










