জীবননগরের পৌর মেয়র রফিকুল ইসলাম গ্রেপ্তার
Spread the love

চুয়াডাঙ্গা জীবন নগরে সাবেক মেয়র রফিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও চাঁদাবাজি মামলায় চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার (২২ নভেম্বর) বেলা ৩ টার দিকে মুঠোফোনে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজি মামলায় সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তার করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে৷এর আগে গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।গত ১৮ অক্টোবর জীবননগর পৌরসভার রাজনগর গ্রামের আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে তুলে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর টগরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে ১২২ নেতা-কর্মীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় এজাহার নামীয় আসামী ছিলেন সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম।মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই বেলা সাড়ে ৩ টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক এমপি টগরের নির্দেশনায় সশস্ত্র দলবল আতঙ্ক ও বিশৃঙ্খলা করে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিল। এ সময় আনোয়ার হোসেন প্রতিবাদ করতে গেলে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং তাঁর সঙ্গে থাকা তুষার নামের এক ব্যক্তিকে মারধর করা হয়। তিনি তুষারকে বাঁচাতে গেলে আনোয়ারের ব্যাগে থাকা ৭ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে আনোয়ারের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করেন এমপির লোকজন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31