তৌহিদ : মাগুরা আদর্শ কলেজ এক্স - স্টুডেন্টর্স এসোসিয়েশন - মাকেসা এর উদ্দ্যোগে লোগো উন্মোচন ও কেক কাটা অনুষ্ঠিত হলো। শুক্রবার ২২ নভেম্বর সকাল ১০ টায় মাগুরা আদর্শ কলেজ প্রাঙ্গনে মাগুরা আদর্শ কলেজ এসোসিয়েশন (মাকেসা) এর লোগো উন্মোচন ও কেক কাটা অনু্ষ্ঠানটি বেলুন উড়িয়ে উদ্ভোধন করা হয়। আদর্শ কলেজ এক্স স্টুডেন্টদের এসোসিয়েশন মাকেসার আহবায়ক মোঃ শাহিনুর ইসলামের সঞ্চালনায় এবং কলেজের গর্ভনিং বোর্ডের সভাপতি এডভোকেট মোঃ শাহেদ হাসান টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, আদর্শ কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার বিশ্বাস।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন ছাত্র ও সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম,বর্তমান ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আদর্শ কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ তুষার মাহমুদ ও সাধারণ শিক্ষার্থী জান্নাত অথৈ,প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ কলেজের প্রাক্তন ছাত্র ও আদর্শ কলেজ এক্স স্টুডেন্টর্স এসোসিয়েশন এর সদস্য সচিব ফারুক আহমেদ,শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে শ্যামল কুমার বিশ্বাস,মোঃ আবু বাকার,সূর্যকান্ত বিশ্বাস, আব্দুল খালেক ও নাছিমা শীলা। এছাড়া আরো বক্তব্য রাখেন আদর্শ কলেজ এক্স স্টুডেন্টর্স এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা মেহেদী হাসান মধু,যুবদল নেতা ওয়াশিকুর রহমান কল্লোল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,' আমার আগে এক বক্তা বলে গেছেন ছাত্ররা এখন ক্লাসে আসতে চায় না। তাই নতুন এসোসিয়েশনের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন অন্যান্য কাজের পাশাপাশি ক্লাসে ছাত্রছাত্রী উপস্থিতির ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে। সবশেষে কেক কেটে, বেলুন উড়িয়ে লোগো উন্মোচন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। অনুষ্টান স্হল থেকে আগামী ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারীতে একটি পূণমিলনী অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়।