
আগামী ২৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৩টায় জামজামী ইউনিয়ন বিএনপির আয়োজনে জামজামী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়। তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের অর্জিত স্বাধীনতা রক্ষা করা এখন বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব। ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ভাই-বোনদের আত্মত্যাগে আমরা যে স্বাধীনতা ফিরে পেয়েছি,দেশের মানুষের জন্য কাজ করে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।
তিনি বলেন, ‘এই স্বাধীনতা যেন আর কখনো অপহৃত না হয়, সে জন্য আমাদের সাহসী হতে হবে, সৎ হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় শক্তভাবে দাঁড়াতে হবে। আমাদের প্রত্যেককে মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে, কারণ এই দেশ আমাদের সবার।’
তিনি আরোও বলেন, ‘আসন্ন সম্মেলনকে ঐতিহাসিক করে তোলার লক্ষ্যে আমদের জেলা নেতৃবৃন্দ বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা করছে। সভার সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র জয়েন্ট সেক্রেটারি নাজমুল করিম মিল্টন। ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পলাশ আহমেদ বলেন প্রিয় সহকর্মীরা, আমাদের আসন্ন সম্মেলন এটি আমাদের দলের শক্তি, ঐক্য ও আদর্শের প্রতীক। আমরা যে স্বাধীনতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখি, এই সম্মেলন সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্মেলন সফল করতে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি লুৎফার রহমান,সহ-সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আজলুর রহমান, দুই নাম্বার জয়েন্ট সেক্রেটারি আব্দুল আলিম,জামজামী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালাম শাহ,সদস্য সচিব শামিম রেজা যুবদল নেতা মিলন হোসেন, মিলন রেজা,জামজামী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক তুহিন আলী,ছাত্রদল নেতা নাজমুল হোসেন,কৃষক দলের আহ্বায়ক ফারুক হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা হাসান আলী সহ জামজামী ইউনিয়ন বিএনপির ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক এ সভায় ইউনিয়ন বিএনপির নেতারা আসন্ন সম্মেলনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সম্মেলন উপলক্ষে ক্যাপ ও কার্ড বিতরণ করেন।










