
নুরুজ্জামান খোকন : পিরোজপুরের কাউখালী উপজেলায় ৪ নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের, উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণী পড়ুয়া ছাত্রী শাবনাজ আক্তার (১৫) চিড়াপাড়া নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে, ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
অদ্য ১৮ নভেম্বর,২০২৪ (সোমবার) রাত আনুমানিক ২ঃ১৫ ঘটিকার সময় উক্ত ঘটনাটি ঘটে, ৪নং চিড়াপাড়া ইউনিয়নের ভূমিহীন পশ্চিম পাড়ায় বসবাসরত পিতা:-মোঃ আবু শাহিন, মাতা:- তাসলিমা বেগম এর মেয়ে ভিকটিম শাবনাজ আক্তার।
সে উক্ত ইউনিয়নের উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণী পড়ুয়া ছাত্রী ও এসএসসি ২০২৪ পরীক্ষার্থী। উক্ত স্কুল থেকে ৩২ জন নির্বাচনী (টেস্ট) পরীক্ষা দেয়। তার মধ্য থেকে ২০জন সকল বিষয় পাস করে। বাকী কয়েকজন ফেল করলে স্কুলের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের পরবর্তীতে পাস করলে তোমরা এসএসসি পরীক্ষা দিবে বলে জানান। গতকাল রবিবার ভিকটিম এর টেস্ট রেজাল্ট খারাপ হলে সে বাড়ী আসে এবং রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরে। অতঃপর ১৮/১১/২৪ তারিখ সোমবার রাত অনুঃ ০২:১৫ ঘটিকার সময় ভিকটিমের পিতা প্রকৃতির ডাকে সাড়া পেয়ে ঘুম থেকে উঠে তার মেয়েকে কাশি দিতে শুনতে পায়।পরবর্তীতে তার পিতা ঘুমিয়ে গেলে হয়তো রাত অনু ০৩:০০ থেকে সকাল অনুঃ ০৬:০০ ঘটিকায় মধ্যে যেকোন সময় সে গলায় রশি দিয়ে মৃত্যু বরন করে। সকালে ৬:০০ ঘটিকায় তার মা দেখতে পেয়ে ডাক চিৎকারে সকলে আসলে ভিকটিম এর দড়ি কেটে নিচে নামায়। অতঃপর স্থানীয় প্রতিনিধি ও থানা পুলিশকে অবগত করেন।
এ বিষয়ে কাউখালী থানা পুলিশ ইনচার্জ মোঃ সোলায়মানকে জানতে চাইলে তিনি বলেন,স্কুল ছাত্রীর নিহতের খবর পেয়ে আমরা উক্ত বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে, ভিকটিম সে টেস্টে ফেল করার কারনে আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারণা। তার শরীরে জখমের কোন চিহ্ন পাওয়া যায় নি। কোন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










