
মো:জাহিদুল ইসলাম : জাতীয় সংসদ সদস্য সাবেক মাহাবুব আরা বেগম গিনির তিন তলা ভবন এই বাড়িটিতে গত ৫ আগস্ট ছাত্র জনতার একটি মিছিল এসে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

একদিকে আগুন অন্যদিকে চলে লুটপাট, পাঁচ বিঘা জমি ঘিরে এই বাগান বাড়িতে আছে বিভিন্ন রকমের গাছপালা, পুকুর ও গরুর খামার সেদিন সবই লুটপাট করে নিয়ে যায় বিক্ষোভ জনতা। এদিকে গিনির আত্মাভাজন যারা আছেন তারাও করেছেন বিলাস বহুল বাড়ি, কেউ কেউ ঢাকায়ও কিনেছেন নামে বে নামে জায়গা জমি, তাদের মধ্যে মিজানুর রহমান তৃতীয় শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা হয়ে গাইবান্ধায় প্রায় আড়াই কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি করেন ,এলাকাবাসী বলেন পাঁচ বছর আগে সে স্থানীয় বাজারে কাজ করতেন মিজানুর রহমান সবুজ মিয়া, সে কাজ ছেড়ে সাবেক এমপির ছত্র ছায়ায় বিভিন্ন দপ্তরের কথা বলে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এসব ঘটনা গণমাধ্যমে প্রকাশ না করতে বলেন, মিজানুর রহমান সবুজ, গত ৫ আগস্ট থেকে পালিয়ে থাকা মাহবুব আরা বেগম গিনি গত, ৩০ শে সেপ্টেম্বর রাতে ঢাকা ধানমন্ডি একটি বাসায় থেকে গ্রেফতার ও আদালত তাকে তিনদিনের রিমান্ড মনজুর করে। সে কারাগারে থাকলেও সবুজ আছে এখনো ধরাছোঁয়ার বাইরে তবে সবুজকে গ্রেফতার করে কালোবাজারি কোটি কোটি টাকা আত্মসাৎ করার উৎখাত করার দাবি গাইবান্ধা বাসির।










