মোঃ জাহিদ হোসেন :১৭/১১/২০২৪ইং রবিবার বেলা ৪ টার সময় বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন হাফিজিয়া ও কওমী মাদরাসার ছাত্রদের নিয়ে কাউরিয়া বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে। উপজেলার ২২ টি মাদরাসার ১২৯ জন ছাত্র এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। তাদের মধ্যে ৩৬ জন বিজয়ী ছাত্রদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। কোরআন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গির হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ইয়াসিন সাদেক,হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বরিশাল জেলার সাধারন সম্পাদক হাফেজ কারী মোঃ ফয়জুল্লাহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাসেমুল উলূম ইসলামীয়া মাদরাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা, ও লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা সালাউদ্দিন খান।