
অদ্য ১৪ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার)সকাল ১০:৩০ ঘটিকার সময়, পিরোজপুর সদর উপজেলার রানিপুর নিমতলায়,পিরোজপুর- বরিশাল মহাসড়কে উক্ত সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ সময় ব্যাটারি চালিত অটো রিক্সায় থাকা শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়।
উক্ত দুর্ঘটনায় আহতদের পিরোজপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে, বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে দুপুর ১২টার সময় আখি আক্তার (৩৪) নামে নারীর মৃত্যু ঘটে। নিহত আখি আক্তার কাউখালি উপজেলার ৪নং চিরাপড়া পারসাতুরিয়া ইউনিয়নের, মোঃ ইমরান হাওলাদারের স্ত্রী। আহতরা উক্ত ইউনিয়নের একই পরিবারের সদস্য, ১/মোঃ ইমরান হাওলাদার (২৪) অটো চালক, ২/ জহুরা বেগম(৬৫), ৩/রেশমা বেগম (৩০), ৪/মোঃ ফোরকান হাওলাদার (৬০) জানা যায় তারা সকলে মৃত আত্মীয়-স্বজনের বাড়ি বাগেরহাটের বাধাল বাজার থেকে কাউখালি বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।
এ বিষয়ে দুর্ঘটনা স্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে পিরোজপুরের উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহন যাত্রীবাহী বাসটি, বাগেরহাট থেকে পিরোজপুর হয়ে কাউখালী যেতে ব্যাটারিচালিত অটোরিক্সাটি পিরোজপুরের রানিপুর নিমতলা সড়কে অন্য আরেকটি অটোরিক্সাকে পাশ কাটিয়ে উঠতে গেলে, পিছনে থাকা ইমাদ পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অতঃপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে তারা জানান। এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশ কর্মকর্তা মোঃ সোবহান হোসেন বলেন, সকাল ১০:৩০ সময় সদর উপজেলার পিরোজপুর- বরিশাল মহাসড়কের রানিপুর নিমতলা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়। আমরা এ বিষয়ে অবগত আছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।










