মাগুরায় পলিথিন ও পলিপ্রোপাইলিন বিরোধী কার্যক্রমের অংশ হিসাবে বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরন করলেন ডিসি
Spread the love

তৌহিদ, :পরিবেশের ও ফসলী জমির জন্য অত্যান্ত ক্ষতিকর পলিথিন ব্যাগ বিক্রয় ও ব্যবহার নভেম্বরের ১ তারিখ থেকেই প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মাগুরা জেলা প্রশাসনের উদ্দ্যোগে এবং মাগুরা সদর উপজেলা প্রশাসনের সৌজন্যে গত ৮ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় মাগুরা পুরাতন কাঁচাবাজারে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ করে জনসচেতনতা সৃষ্টির উদ্দোগ গ্রহণ করেন।জেলা প্রশাসনের সেই উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে মাগুরার ব্যাবসায়ী সহ সাধারণ জনগনের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।জেলায় দ্বিতীয় বারের মতো বৃহস্পতিবার ১৪ নভেম্বর বিকাল ৫ টায় মাগুরা চেম্বার অ্যান্ড কমার্স এর উদ্দ্যোগে মাগুরা নতুন বাজার হাটে পলিথিনের বদলে ভোক্তাদের হাতে কাপড়ের ব্যাগ তুলে দেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের সহ মাগুরা চেম্বার অ্যান্ড কমার্স এর বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন,”আমাদের এখানে আজ দুইটি মূল উদ্দেশ্য ছিলো এক- পলিথিনের বদলে মানুষদেরকে কাপড়ের ব্যাগ ব্যবহারে উদ্ভুদ্ধ করন, দুই- বজার মনিটরিং করা। আমরা দেখলাম সরকারের যে নির্ধারিত বাজার দর আছে সেই অনুযায়ী এখানে চলছে। আশাকরি আমরা যদি এ ধারা বজায় রাখতে পারি তাহলে মাগুরার জনগন উপকৃত হবে।” পরে তিনি জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও দোকান মালিকদের নিকট বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31