যশোর -খুলনার দুঃখ হিসেবে পরিচিত ভবদহ অঞ্চলে পানিবন্দী বন্যাকবলিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধবার ভবদহ পাড়ের বন্যা কবলিত বালিদাহ পাচাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মাহমুদুল হাসান।উদ্বোধন শেষে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:তন্ময় বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অনুপ বসুর সঞ্চালনায় এতে পধান অতিথির বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মাহমুদুল হাসান। এতে অন্যান্যের বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান,স্বাস্থ্য পরিদর্শক সঞ্জয় কুমার বসু,সি এইচ এস পি মোঃ রিয়াজুল ইসলাম প্রমূখ। মেডিকেল ক্যাম্পের সময় বন্যা কবলিত অন্তত দুইশ জন বিভিন্ন রোগে আক্রান্ত রোগী সেবা গ্রহণ করেন। সেবা গ্রহণকারীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পাওয়ায় সেবা গ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্য সিভিল সার্জন ডা:মাহমুদুল হাসান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।