তৌহিদ : মাগুরা পৌরসভার অন্তর্গত ইসলামপুর পাড়ায় নবগঙ্গা নদীর উপর ২০২০-২১ অর্থ বছরে নির্মিত ৪০ মিটার দীর্ঘ এবং ৬ দশমিক ৭ মিটার প্রস্হ আর সি সি গার্ডার ব্রীজটি এখনো জনগনের চলাচলের উপযোগী হয়নি।প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে নির্মিত এই ব্রীজটির দুই পাশে আরো ২৫ মিটার সংযোগ সড়ক নির্মাণ করার কথা থাকলেও নানান জটিলাতার কারনে তা এখনো সম্ভব হয়নি। অথচ ব্রীজটি চলাচলের অনুপযোগী জেনেও ২০২৩ সালের নভেম্বর মাসে তড়িঘড়ি করে উদ্ভোধন করা হয়। উদ্ভোধনের এক বছর পার হলেও ব্রীজটি দিয়ে যানবাহণ চলাচল দুরে থাক সাধারণ মানুষও চলাচল করছে ঝুকি নিয়ে। এলাকার স্কুল পড়ুয়া বাচ্চারা এই ব্রীজে উঠানামার সময় হোচট খেয়ে প্রায়ই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।ব্রীজের দুই পাশেই রয়েছে বড় বড় গর্ত এবং ব্রীজের উপরে রয়েছে পিলার। এছাড়া সেতু এলাকায় কোন বাতি না থাকায়
রাতে এখানকার অপরাধ প্রবণতা অনেকটা বৃদ্ধি পেয়েছে।
মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান বারী জানান,"ব্রীজটির দুইপাশে ব্যক্তি মালিকানার জমি থাকায় রাস্তা তৈরির কাজ থেমে আছে। জমির মালিক ও স্হানীয়দের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।" তবে দুই পাশের সংযোগ সড়ক তৈরীর মাধ্যমে ব্রীজটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবী জানান স্হানীয়রা।