
আলমডাঙ্গার সবুজ (২২) নামের এক যুবককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা, হত্যার পর মরদেহে মোটরসাইকেলের নিচে রেখে ওই যুবকের শরীর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতের কোনো এক সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের মাঠে মেহগনি বাগানে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তির সবুজ উপজেলার বাদেমাজু গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও গরু ব্যবসায়িক জয়নালের ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি মোটরসাইকেলের ব্যবসা করতেন।
পরিবার সুত্রে জানা যায়, সবুজ পুরাতন মোটরসাইকেল বেচাকেনার ব্যবসা করতেন ।মঙ্গলবার রাতে কে বা কাহারা তার মোটরসাইকেল ক্রয় করা বলে ফোন দিয়ে ডেকে নিয়ে যায়। তার পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। তবে পূর্বে সে অংশীদারের ভিত্তিতে অন্যজনের সাথে ব্যবসা করতো, টাকা পয়সা লেনদেন নিয়ে একটা ঝামেলা ছিল। তার পর থেকে সে এককভাবে পুরাতন মোটরসাইকেল কেনাবেচা করতেন। যেহেতু মোটরসাইকেল সহকারে পুড়িয়ে দিয়েছে, সেহেতু মনে হচ্ছে মোটরসাইকেল নিয়ে ব্যবসা নিয়ে কোন কোন্দলের কারনে এমনটি ঘটতে পারে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, বুধবার সকাল আটটার দিকে ওই গ্রামের কৃষক মাঠে কাজ করতে গেলে মেহগনি বাগানে মোটরসাইকেলসহ আগুনে সবুজের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে সবুজের পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হবে বলে প্রস্তুতি চলছে ।










