সাকিব আহসান : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত দুই একদিনে বিভিন্ন গ্রামে সরজমিনে গিয়ে আমন ধান কাটার উৎসব দেখা গেছে। পীরগঞ্জের বনুয়াপাড়া,চাপড়াগঞ্জ,বাঁশগাড়া, পাড়িয়া, নারায়ণপুর, গুয়াগাঁও,মালগাঁও, একান্নপুর, দৌলতপুর, ভাদুয়া, নিয়ামতপুর,ঘিডোব,শীতলপুর,আলমপুর,মালঞ্চা,গোদাগাড়ি, বালুবাড়ি, বলাইহাট,মল্লিকপুর,পালিগাঁ,জনগাঁও,নয়াহাট, বড়বিল সহ সীমান্তবর্তী বৈরচুনা,চন্দরিয়া,রনশিয়া ইত্যাদি এলাকায় উৎসবমুখর পরিবেশে আমান ধান কাটার চিত্র পাওয়া গেছে।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বানু প্রতিনিধিকে বলেন," এবছর উপজেলায় আমনের আবাদ এবং ফলন অন্যান্য সময়ের চেয়ে বেশি হয়েছে। আশা করা যায় আমরা কৃষকদের ন্যায্য মূল্য দিয়ে কৃষি নির্ভর অর্থনৈতিক সাম্যবস্থা অটুট রাখতে পারব"।
বাঁশগাড়া গ্রামের কৃষক যতীন রায় বলেন," হামা এবার ধানের ফলন দেখেহেনে খুব খুশি, পরিশ্রমডা কামত লাগিছে"।