তৌহিদ:মাগুরা জেলা রিপোর্টার্স ইউনিটির আয়জনে দেশের চলমান পরিস্থিতিতে সাংবাদিকদের করনীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়। শনিবার ৯ নভেম্বর বিকাল ৩ টায় রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে শহরের অস্থায়ী কর্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় রিপোর্টার্স ইউনিটির সদস্য ছাড়াও মাগুরা জেলা সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ফোরামের শীর্ষ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।সভায় সাংবাদিক নেতারা বলেন মাগুরার যেকোন সমস্যার সঠিক সমাধানের জন্য আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা বিগতদিনে যেভাবে চাটুকার ও তেলবাজদের দমন করেছি আশা করি এখন আরো দিগুন বেগে তাদেরকে দমন ও প্রতিহত করবো।সভায় সভার মতামতের ভিত্তিতে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।সিদ্ধান্ত সমূহ হলো-১! সকল বৈধ কাজে আমরা সবাই একতাবদ্ধ থাকবো। এব্যাপারে আমরা কে কোন সংগঠন করি তা মাথা থেকে সরিয়ে আগে সমস্যার সমাধান করবো।২! সবাই বেশি বেশি নিউজ করবো এবং জনসচেতনতা মূলক নিউজ বেশি বেশি প্রচার করবো।৩! সপ্তাহে একদিন সবার নিউজ নিয়ে পর্যালোচনা করবো।( ভুলত্রুটি সংশোধন ও ভালো নিউজের প্রশংশা করবো)
৪!রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও প্রচারের মাধ্যমে সেরাকে পুরস্কৃত করনের ব্যবস্হা গ্রহন।সবশেষে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী সবাই একতাবদ্ধ থেকে মাগুরা জেলার সাংবাদিকদের হাতকে শক্তিশালী করার ৃত প্রকাশের জন্য সবাইকে ধন্যবাদ জানান।