বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর আলমডাঙ্গা উপজেলা শাখার সহকারী ক্রিয়া সম্পাদক মরহুম নাসির উদ্দিন এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল সাড়ে চারটায় আলমডাঙ্গা ফায়ার ডিফেন্স সার্ভিস স্টেশন এর পার্শ্বে আইনুদ্দিন মিয়ার চাতালে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। 
দোয়ার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট আলমডাঙ্গা উপজেলা শাখার সাধারন সম্পাদক লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা শাখার আমীর দারুস সালাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিঞা মিলন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ আমানুল্লাহ আমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারী মামুন রেজা, সহকারী সেক্রেটারি শফিউল আলম বকুল নাজমুল হক শাওন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা পরিষদ এর সদস্য ও সাবেক খুলনা বিভাগীয় সমন্বয়ক মো: আল আমিন হুছাইন, প্রান মিল্ক ক্যান্ডি গ্রুপের টি এস এম মো: জুয়েল রানা, আশরাফুল ইসলাম, ইখতিয়ার হোসেন, গোলাম জাকারিয়া, সুমন আলী, লোকমান হুছাইন, রাজন,লাল্টু, সাইদুল সহ আলমডাঙ্গা উপজেলা শাখার সকল বিক্রয় প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।