
২য় দফায় ৮ নভেম্বর বেলা ২ঃ৩০ টায় দর্শনা অডিটরিয়ামে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০২৫-২০২৬ সেশনের জন্য পুননির্বাচিত চুয়াডাঙ্গা জেলা আমীর মোঃ রুহুল আমিন শপথ গ্রহণ করলেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। স্যাডিস শেখ হাসিনা এদেশের মানুষের নামে হামলা মামলা, জেল-জুলুম, নির্যাতন টর্চার গুম খুনে আনন্দ পাই। আগামী দিনের নির্বাচনে নতুন জেলা আমীর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে এই জেলার প্রতিটি থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম পাড়া মহল্লায় এবং প্রতিটি বাড়িতে আমাদের সংগঠনের শক্তিশালী ঘাঁটি তৈরি করতে হবে। গতকাল দর্শনা অডিটরিয়ামে বেলা ২ঃ৩০ টায় ২য় দফায় রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান সভাপতিত্বতে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন বলেন মানুষ যে দায়িত্ব আমাদেরকে দিতে চায় এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে হবে। আমরা আল্লাহ তায়ালা কাছে ওয়াদা করে রুকনিয়াতের শপথ গ্রহন করেছি তার হক আদায় করতে হবে। আগামী নির্বাচনে মানুষ যেন আমাদের উপর আস্থা রাখতে পারে সেই বিষয়ে বিশ্বাসযোগ্য হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজউদ্দিন খান বলেন আমাদের অর্থ ব্যবস্থাকে শেষ করে দেয়া হয়েছে, কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা আমরা বুঝতে পারছি, দেশটাকে শ্মশান বানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন আমাদের ভাইদেরকে রাতের পর রাত ঘুমাতে দেয়া হয়নি, মামলার পর মামলা দেওয়া হয়েছে। দুর্নীতির সয়লাব সারাদেশে বয়ে গিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস বলেন রুকন তো তারাই যারা তার নিজের স্বার্থের জন্য কাজ করে না, বরং অন্যের কল্যাণে তারা কাজ করে। তিনি আরো বলেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রুকনেরা কাজ করবে। কোন কিছুর কাছে তারা বিক্রি হওয়া চলবে না। এই সুন্দর পরিবেশে যদি আমরা লক্ষ অর্জন করতে ব্যর্থ হই তাহলে আবার আমাদেরকে জুলুম নির্যাতনের শিকার হতে হবে। তিনি বলেন ঐক্যবদ্ধ হতে হবে সকল ইসলামী দলগুলোকে, ঐক্যবদ্ধ হতে হবে দেশের সকল মানুষকে। নিশ্চিয়তা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা এমন কোন কাজ করবো না যার কারণে সমাজের ভারসাম্য নষ্ট হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান। রুকন সম্মেলনে সকল উপজেলা ও পৌর আমীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং রুকনগণ উপস্থিত ছিলেন।










