সাকিব আহসান :
নভেম্বর মাসের প্রথম দিনে, জেলা প্রশাসকের নির্দেশে পীরগঞ্জ বাজারে সকাল সাড়ে সাতটা হতে পৌনে দশটা পর্যন্ত পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা হয়। দোকানে মূল্যতালিকা টাঙ্গিয়ে রাখা সহ পণ্যের বাড়তি দাম ক্রেতার কাছ থেকে না নিতে 'বাজার মনিটিরিং টিম' ব্যবসায়ীদের নির্দেশনা দিয়ে গেছেন।
এর দুদিন পর এসএফটিভি প্রতিনিধি বাজারে সরেজমিনে গিয়ে খুঁজে পান ভিন্ন চিত্র। বাজার বরাবরের মতই সরগরম। কোথাও কোনো মূল্যতালিকা টাঙ্গানো নেই। ক্রেতারা শাক,সবজি, নিত্যপ্রয়োজনীয় পন্য কিনছেন বাড়তি মূল্য দিয়ে। এসএফটিভি জানতে চাইলে আব্দুল আউয়াল নামের একজন ক্রেতা বলেন,"আজ শিম কিনলাম ৮০ টাকা কেজি দরে,আলু কিনলাম ৫৫ টাকা কেজি, ফুলকপির দাম নিল ৪০ টাকা কেজি।কলেজে চাকরি করি,ভাড়া বাসায় থাকি, খাদ্যপণ্যের দাম যদি এত বেশি থাকে তাহলে সংসার চালানো আরও কষ্টের হয়ে দাড়াবে।" এ ব্যাপারে জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এসএফ টিভিকে মুঠোফোনে জানান," আমরা অভিযানের কার্যক্রম চালু রেখেছি, কেউ অতিরিক্ত মূল্যে খাদ্যপণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।"