নুরুজ্জামান খোকন: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতি সহ একজন বয়স্ক মহিলাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
অদ্য ৫ নভেম্বর (মঙ্গলবার) আনুমানিক দুপুর ১২ঃ৩০ সময় উপজেলার ৭নং ওয়ার্ড সুটিয়াকাঠী গ্রামের শিক্ষক দম্পতি মোঃ এনামুল হক বাদল এর বাসায় ডাকাতির ঘটনাটি ঘটে। প্রতিদিনের ন্যায় শিক্ষক বাদল ও তার স্ত্রী স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি স্কুলে চলে যান, ঘটনার দিন তার বয়স্ক মা শেফালী বেগম (৭০) একা বাসায় ছিলেন, এই সুযোগে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে আলমারি সহ সকল মালামাল তছনছ করে নগদ টাকা সহ স্বর্ণালংকার হাতিয়ে নেয় এবং শিক্ষক বাদলের মাকে (শ্বাস রুদ্ধ) হত্যা করে পালিয়ে যায়। নিহত শেফালী বেগম গুটিয়াকাঠী গ্রামের মৃত: সোবাহান মিয়ার স্ত্রী।
শিক্ষক বাদল দম্পতি গুটিয়াকাঠী বয়েজ স্কুল সংলগ্ন একটি নতুন দ্বিতীয় তলা বিশিষ্ট ভবনে থাকেন, উক্ত ভবনটি দ্বিতীয় তলায় বসবাস করলেও প্রথম তলায় এখনো কাজ শেষ হয়নি। ডাকাতি শেষে দুর্বৃত্তরা পালিয়ে গেলে, প্রতিবেশীরা শিক্ষক বাদলকে খবর দিলে তিনি বাসায় এসে তার মাকে মৃত দেখতে পান। অতঃপর ডাকাতি এবং হত্যাকাণ্ডের বিষয়টি থানা পুলিশকে অবগত করেন। এলাকাবাসী বলেন, দিনে দুপুরে শিক্ষক দম্পত্তির বাসায় ডুকে হত্যা করে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যাওয়াটা দুঃসাহসিকতার বিষয়।
নেছারাবাদ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন সহ মরা দেহ ডাক্তারি পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। পুলিশ কর্মকর্তা বনি আমিন বলেন, আমরা ডাকাতির বিষয়টি অবগত হয়েছি, তদন্ত চলমান কোন অভিযোগ বা প্রমাণ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। (প্রতিবেদক তথ্য সংগ্রহ কালীন পর্যন্ত কোন আটক বা মামলা হয়নি)