হিজলায় মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে ৭৮ জেলেকে আটক করা হয়েছে ।
Spread the love

মোঃ জাহিদ হোসেন : বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে ৭৮ জেলে আটক করা হয়েছে। গত ১৩ ই অক্টোবর থেকে ৩ ই নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষন অভিযান পরিচালিত হয়। অভিযানের শেষ দিন ৩ ই নভেম্বর সারাদিন মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ৭ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা,৫০ কেজি ইলিশ সহ ৭৮ জেলে আটক করে। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপ প্রকল্প পরিচালক(ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প)মোঃ নাসির উদ্দিনের উপস্তিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের লেফটেন্যান্ট কমান্ডার(ষ্টাফ অফিসার) অপারেশন রিফাত আহমেদ প্রেসবিফ্রিং এ বলেন মেঘনা নদী সহ সারাদেশে গত ২২ দিন ইলিশ আহরণ পরিবহন,ক্রয় বিক্রয় মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।বাংলাদেশ সরকারের এ নীতি বাস্তবায়নের লক্ষে শেষ দিন গোপন সংবাদেও ভিত্তিতে হিজলা বিসিজি ষ্টেশন কোষ্টগার্ড মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান করা হয়েছে। আটককৃত ৭৮ জেলেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসিন সাদেক এর নিকট হস্তান্তর করা হয়। তিনি ৭৮ জেলের মধ্যে ২৯ জেলেকে জেলহাজতে প্রেরণ করেন,৩৫ জেলেকে অর্থদন্ড ও ১৪ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31