
শহীদ জিয়া সৃতি ফুটবল টুর্ণামেন্টের গতকালের খেলায় চুয়াডাঙ্গা সিনেমা হল পাড়া ১-০গোলেফাইভ স্টার ক্লাব কে পরাজিত করে কোয়াটার ফাইনালে উন্নীত হয়েছে। গতকাল বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের শেষ সময়ে সিনেমা হল পাড়ার ফাহিম একমাত্র গোলটি করেন। ম্যাচ শেষে ফাহিমের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গার সাবেক কৃতি ফুটবলার নাজমুল হক শান্তি। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহবায়ক ও চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বেস্ট জার্সি ওয়াল্ডের কর্নধর সোহেল আহাম্মেদ মালিক। এছাড়া উপস্থিত ছিলেন কমিটির সদস্য সাদিক, হাসান বিশাল, মারুফ,দিগান,প্রান্ত,হামজা,রিয়ান উদ্দিন কানন। আজ একই মাঠে বিকাল তিনটায় মুখোমুখি হবে ভোরের শিশির বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব।










