
তৌহিদ, : মাগুরায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি /২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্ভোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার ৪ নভেম্বর মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১ টায় এই কর্মসূচীর উদ্ভোধন করা হয়।সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। উদ্ভোধনী দিনে মাগুরা সদর উপজেলার ৮৫৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। উদ্ভোধনী দিনে আগত কৃষকদের মাঝে ১ কেজি সরিষা বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। মৌসুমে কয়েক ধাপে মাগুরা সদর উপজেলার ১৩ হাজার কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এই বীজ ও সার বিতরণ করা হবে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানানো হয়েছে।










