পিরোজপুর জেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সৈয়দ মুফতি ফজলুল করিম ও কেন্দ্রীয়, জেলা,উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
অদ্য ৩রা নভেম্বর ২০২৪ (রবিবার) দুপুর ১২:০০ ঘটিকা থেকে পিরোজপুর কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সম্মেলনে ইসলামী আন্দোলন পিরোজপুর জেলার সভাপতি মাওলানা মোঃ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে। জেলা সেক্রেটারি, মুহাম্মদ মনিরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, সিনিয়র নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়াও অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। উপাধ্যক্ষ মাওঃ সিরাজুল ইসলাম,বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, প্রধান উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোঃ আলী হাসান, সভাপতি, কাউখালী উপজেলা। মোঃ বাদশা জমাদ্দার, সভাপতি, ভান্ডারিয়া উপজেলা। মাওলানা মাহাবুর রহমান, সভাপতি,নাজিরপুর উপজেলা। মোঃ রফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক, পিরোজপুর জেলা। মুফতি রেদোয়ান হোসাইন, সাধারণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন- ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় ছাত্ররা নায্য দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমে ছিলো, ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে শুরু থেকেই তাদের সমর্থনে পাশে ছিল । এছাড়াও বৈষম্য দূর করে সাম্য, সম্প্রীতি,শান্তি প্রতিষ্ঠা আদায় করতে গিয়ে, সেই সময়ে আওয়ামী সরকারের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ছাত্র, আলেম ওলামাগন। আওয়ামী সরকারের জালিমেরা এই দেশের লক্ষ কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। দেশে সংস্কৃতির ও শিক্ষার নামে ট্রান্সজেন্ডার, সমকামিতাকে প্রমোট করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো প্রতি অবিচার ও নির্যাতন কে সমর্থন করেনা। আমরা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। দেশে গনহারে যে অজ্ঞাত মামলা এবং মানুষের জানমালের যে ক্ষতি হয়েছে আমরা তার নিন্দা জানাই। এক ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে,বর্তমানে আরেকদল হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছে। বাংলাদেশে মানুষ পরিবর্তন চায়। দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন শক্তিশালী বিরোধী দল, তাই দেশে সংখ্যানুপাতিক নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে আর কোন ফ্যাসিস্ট সরকার তৈরি হবে না। এতে সকল মতের মানুষ সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। আমরা ক্ষমতায় গেলে আল্লাহর দ্বীন এবং রাসুল (সঃ) সুন্নাহ মোতাবেক ন্যায়, সম্প্রতি ও ইনসাফ ভিত্তিক কল্যানকর রাষ্ট্র প্রতিষ্ঠা করবো।
অতঃপর সভাপতি ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ সহ ধন্যবাদ জ্ঞাপন করে, দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।