
মো: আলাউদ্দিন : নোয়াখালী সদর উপজেলা বৃহত্তর করমুল্যা বাজার ইমাম মুসল্লী আয়োজিত। বিক্ষোভ মিছিল ও গন সমাবেশ অনুষ্ঠিত হয়।( ০১ নবেম্বর) শুক্রবার দুপুর ১২ ঘটিকা থেকে করমুল্যা বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। লেবানন ও ফিলিস্তিন ও অবৈধ দখলদার ইসরাইলী অগ্রশাসন ও বিশ্ব নেতাদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশের আয়োজন করা হয়। উক্ত গণ সমাবেশে প্রধান অতিথির ভাষণ পেশ করেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ দা:বা: পীর সাহেব কমল নগর (সাবেক উপজেলা চেয়ারম্যান কমলনগর উপজেলা) উক্ত গণ সমাবেশে বক্তব্য রেখেছেন। নোয়াখালী জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। সমাবেশে সভাপতিত্ব করেন। মুফতি আব্দুল্লাহ আল ফারুক। সভাপতি করমুল্ল্যা বাজার ইমাম মুসল্লী পরিষদ। খতীব করমুল্ল্যা বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। উক্ত সমাবেশে নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড আকারে মিছিল নিয়ে আগমন করেন। উক্ত সমাবেশে ৯ নং কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহাদাত উল্লাহ সেলিম ও এক বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন। এই ছাড়াও বিভিন্ন ওয়ার্ড মেম্বার এবং রাজনৈতিক সকল দলের নেতাকর্মী উক্ত সমাবেশে যোগ দিয়েছেন। নোয়াখালী শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ বলেন। ইসরাইলী অগ্রশাসন এবং বিশ্ব নেতাদেরকে যেন আর হত্যা না করা হয়। এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা। লেবানন ও ফিলিস্তিন এর অবৈধ দখলদারি থেকে বিরত থাকার আহবান করেন।এই ছাড়াও ০৫ আগষ্ট অবৈধ ক্ষমতা দখলদার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা কথা ও বলা হয়। শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ বলেন। অবৈধভাবে দখল করে কোন স্বৈরাশাসক টিকতে পারেনি। ইসরায়েল কে ০৫ আগস্ট থেকে শিক্ষা নেওয়ার জন্য বলে মন্তব্য করেন। এবং ইসরায়েলী পন্য বয়কট এবং এবং আন্তর্জাতিক আদালতে এদের বিচার করা।এবং ফিলিস্তিন কে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। এই ছাড়াও বাংলাদেশ থেকে নেবানন ও ফিলিস্তিন এর জন্য বাংলাদেশ সরকার খাদ্য দ্রব্যসহ সহযোগিতার আহ্বান করেন।










