মিরপুর উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম ঃ বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া মিরপুর থানার অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এ অফিস উদ্বোধন করা হয়। একই সাথে যুব মজলিস ও ছাত্র মজলিস এর অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হাফেজ আরিফুজ্জামান,
কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি মুফতি রেজাউল করিম, মিরপুর থানা শাখার সভাপতি মাওলানা খায়রুল ইসলাম ,সেক্রেটারী মুফতি আনোয়ারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা আবির হাসান ,বাংলাদেশ যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা শারাফাত হুসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও থানা দায়িত্বশীলগণ।
আলোচনা শেষে শতাধিক মোটরসাইকেল নিয়ে র্যালি করে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা মিরপুর থানা শাখার দায়িত্বশীলগণ।