সাকিব আহসান : জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য-বিবাহ প্রতিরোধে গণপরিবহনে সচেনতামূলক স্টিকার লাগানো, মশকনিধনসহ অন্যান্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে যুব দিবস পালন করা হয়। উপজেলা পরিষদের সামনে রাস্তায় গণপরিবহনে সচেনতামুলক স্টিকার লাগানো শেষে উপজেলা পরিষদে মশা নিধনে স্প্রে করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্যহীন শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য শপথ গ্রহণ ও আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রমিজ আলমের সভাপতিত্বে এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ জাহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাকিব আহাম্মেদ সোহান, স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোস্ট এর সভাপতি মহিউদ্দীন জনি প্রমূখ। শেষে, সফল যুব সংগঠন হিসেবে ল্যাম্পপোস্ট, বাংলাদেশ পল্লী ফেডারেশন এবং অধৃষ্য ক্লাবকে ক্রেস্ট প্রদান, গবাদিপশু ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণকারী এগারো জনের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।