নিজস্ব প্রতিবেদক ঃ"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" ও কর্মই জীবন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে যুব র্যালি, শপথপাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণের সনদপত্র, ভাতা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ১ নভেম্বর সকাল ১০ টায় শহরের পারনান্দুয়ালীতে অবস্থিত মাগুরা যুব ভবন হল রুমে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়। জাতীয় যুব দিবস অনুষ্ঠানে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক (অতিঃ দাঃ) মোঃ ইলিয়াসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের। এ সময় তিনি বলেন,"আপনি যদি আপনার লেখাপড়াটা সঠিকভাবে না করেন আপনার পক্ষে সঠিক দক্ষতা অর্জন করা সম্ভব নয়।" অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাগুরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এইচ, এম, নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির,এছাড়াও আরো উপস্থিত ছিলেন এসডিএফ এর বিভিন্ন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী, সাংবাদিক সহ আরো অমেকে। জাতীয় যুব দিবস উপলক্ষে এবছর মাগুরা সদরে পোষাক তৈরী প্রশিক্ষণ ২৫ জনকে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও যাতায়াত ভাতা বিতরণ ১,৪৮,৪০০ টাকা এবং যুব ঋণের চেক বিতরণ মাগুরা সদর উপজেলার ২১ জনকে ১৮ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। মাগুরা সদর, মহম্মদপুর, শালিখা, শ্রীপুর মোট ৭৩ জনের মধ্যে ৫২ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়। জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে শ্রীপুর উপজেলার মোঃ আল আমিন সফল আত্মকর্মী ক্যাটাগরিতে জাতীয় যুব পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠান শেষে শহীদদের উদ্দেশ্যে ২৪ টি বৃক্ষ রোপন করা হয় ।