
“যুক্তির শানিত ধারে ছিন্ন হোক আঁধার”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহের ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সংগঠকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ লা নভেম্বর শুক্রবার স্কলারস এলিমেন্টরি স্কুল মিলনায়তনে সকাল হতে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা চলে।
দিনব্যাপী চলা বিতর্ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহ সভাপতি ও ৩৬ তম বিসিএস কর্মকর্তা জনাব সোবহান আলী ও ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি এর সভাপতি জনাব আরিফুল ইসলাম।
উক্ত কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি এর উপদেষ্টা জনাব আলমগীর হোসাইন।
Facebook Notice for EU!
You need to login to view and post FB Comments!
ভিউ: ৭৯০










