
হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে থেকে টিসিবির পণ্য চুরি করে বিক্রয়ের সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মান্দিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ২ জন সরকারিভাবে বরাদ্দকৃত ট্রাকভর্তি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তেল, চিনি ও ডাল চুরি করে বিক্রির চেষ্টা করছিল।আটক কৃতরা হলেন উত্তর কাস্টসাগর গ্রামের হারুন অর রশিদ, রঘুনাথপুর গ্রামের সুকেশ কর্মকার (৫২) এবং আসামিদের মধ্যে পলাতক রয়েছেন কালাপাড়িয়া গ্রামের রবিউল ইসলাম (৫০)। এ সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানান হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ এস এম রউফ। এলাকাবাসি জানাই দীর্ঘদিন ধরে একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকায় টিসিবির এসব খাদ্যসামগ্রী চুরি করে বিক্রি করে আসছিল। বুধবার বিকালে চক্রটি রঘুনাথপু গ্রামের সোহেল সাহা এর দোকান এর একটি গোডাউন থেকে টিসিবি ডাল, চিনি ও তেল উদ্ধার করে। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ চুরির ঘটনায় টিসিবির পণ্য রাখা গোডাউনের লোকজনও জড়িত কি না সে বিষয়েও তদন্ত করে দেখা হবে।










