তৌহিদ : মাগুরায় সাবেক নিকাহ রেজিস্ট্রার আলহাজ্ব কাজী ইসরাফিল মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। মঙ্গলবার ২৯ অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় শহরের সৈয়দ আতর আলী পাঠাগারের মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি মাগুরা জেলা শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মাগুরা জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মুফতি মাওলানা মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে,মাগুরা জেলা রেজিস্ট্রার এ,বি,এম নুর- উজ- জামান,বাংলাদেশ নিকাহ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপতি আলহাজ্ব মোঃ ইকবাল হোসাইন, মাগুরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল আওয়াল,আব্দুল হক মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি গবেষক ও সমাজসেবক আলহাজ ডাঃ তাসুকুজ্জামান,মাগুরা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুস্তাফা ওয়ালিউল্লাহ আল মামুন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন," আজ এখানে খুলনা বিভাগের ১০টি জেলার অনেক নিকাহ রেজিস্ট্রার আছেন। এজন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি কারন আপনারা মাগুরা জেলাতে অনুষ্ঠানটি করতে পেরেছেন। আপনারা সবাই সমাজের সম্মানিত জায়গায় আছেন।তাই আপনার এই বিবাহ রেজিস্ট্রি বাদেও আরো অনেকে ভালো কাজ করতে পারেন যেখান থেকে সওয়াবও পেতে পারেন।যেমন আপনারা সরকারের বিভিন্ন টিকা কর্মসূচী সম্পর্কে জনসাধারণকে বলতে পারেন।যেমন এখন একটি কর্মসূচী এসেছে মেয়েদের জরায়ু ক্যান্সার থেকে বাঁচতে টিকা দেয়া।আল্লাহ মানুষকে রোগ দেন আবার মুক্তির জন্য শেফা নিতে বলেন।সবশেষে সাবেক নিকাহ রেজিস্ট্রার কাজী ইসরাফিল মিয়ার রুহের মাগফেরাত সহ জেলা প্রশাসকের আম্মা ও উপস্থিত সকলের জন্য দোয়া করা হয়।