
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে গোপালনগর গ্রামের আকাশ রহমানকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।(২৮ অক্টোবর সোমবার) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নেগোপালনগর গ্রামের হারুন অর রশিদের ছেলে আকাশ রহমান (২২) রাতে পিকনিক শেষে সকাল ১১ টার সময়বন্ধুর বাড়ি ডাউকিতে যাবার পথে বেলগাছি সড়ক হাউসপুর নামক জায়গায় মাদক সেবন করছেন।এমন গোপন সংবাদে ভিত্তিতে আলমডাঙ্গা থানার এস আই রফিক ও তার সঙ্গীও ফোর্স মোটরসাইকেল গতিরোধ করে আকাশের কাছ থেকে গাঁজা পাওয়া যায়।এসময় পুলিশ তাকে আটক করে। আটকের পর তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে।পুলিশ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু কে পাঠান, ঘটনাস্থানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে গাঁজা সেবনের অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(৫)ধারায় আকাশ রহমানকে তিন দিন বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করেন।










