
নোয়াখালীতে সূফী তরিকার আলোক বর্তিকা, আল সূফী বার্তা উপদেষ্টা, শিবপুর দরবার শরীফে বাৎসরিক ওরসের আখেরি মোনাজাতের ছদারতকারী ও পদুয়া দায়রা শরীফের খলিফা সূফী মুহাম্মদ শহীদুল ইসলাম চিশতীর স্মরণে স্মরণ সভা আয়োজন ও মিলাদ মাহফিল অনিবার্য কারনে স্থগিত করা হয়েছে।
গত (২২ অক্টোবর) মঙ্গলবার সদর উপজেলার পূর্ব বারাহীপুর মনিপুর বটতলা চিশতি মঞ্জিলে ইন্তেকাল করেন সূফী ব্যক্তিত্ব শহিদুল ইসলাম চিশতি। মৃত্যুর পরবর্তীতে তার শুভানুধ্যায়ীদের মধ্যে সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী, ডাঃ মোঃ ফোরকান হোসেন চিশতী, ব্যাবসায়ী মোঃ জসিম উদ্দিন চিশতীর ব্যাক্তি উদ্যেগে আগামী ৩১ অক্টোবর বৃহস্পতিবার সদর উপজেলার চর কাউনিয়া শান্তির হাট ডাঃ গোলাম মাওলা সাহেবের বাড়ি শান্তিপুরি দরবার শরীফে সুফীজম পরিষদের ব্যানারে সূফী ব্যক্তিত্ব শহিদুল ইসলাম চিশতীর স্মরণে এক স্মরণ সভা, আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আয়জনকে ঘিরে কর্মসূচি সফল করে তুলতে ইতোমধ্যে সিংহভাগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। আয়োজন সফল করে তুলতে সূফী ডাঃ মোঃ ফারুক হোসেন চিশতী সাহেবকে উপদেষ্টা, সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতীকে আহবায়ক, ব্যাবসায়ী মোঃ জসিম উদ্দিন চিশতীকে যুগ্ম আহবায়ক করে ও ডাঃ মোঃ ফোরকান হোসেন চিশতীকে সদস্য সচিব করে একটি সংক্ষিপ্ত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মাহফিল অনিবার্য কারনে স্থগিত করা প্রসঙ্গে আয়োজন কমিটির কারও বক্তব্য পা-ওয়া যায়নি।
স্মরণ সভা স্থগিতের ঘোষণায় তরিকত অঙ্গনে নিন্দা ও ক্ষোভ দেখা দিয়েছে।










