
প্রতিকূল আবহাওয়া বৃষ্টির মধ্যেও জামায়াত কর্মীরা প্রোগ্রামে যোগদান ও বাস্তবায়ন। গতকাল শুক্রবার বিকাল ৩:৪৫ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়ন শাখা উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক ও গাছ বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছী ইউনিয়ন সভাপতি মোঃ আমান উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আমীর মোঃদারুস সালাম। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন সমাজ পরিবর্তনে দায়িত্বশীলদের ভূমিকা কতটুকু থাকা দরকার তার জন্য ইসলামী বিপ্লবের জন্য নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে হবে। সমাজ পরিবর্তনের জন্য সর্বদা পেরেশানীতে থাকতে হবে। তিনি আরো বলেন সমাজের সকল জায়গায় নেতৃত্ব দিতে হবে এবং ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য কাজ করতে হবে। ইসলামী জ্ঞানের আলোকে সকল সমস্যার সমাধান করতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নিজেকে পেরেশানিতে রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নায়েব আমীর মোঃ ইউসুফ আলী বলেন ইউনিট শক্তিশালী করার জন্য আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার। প্রত্যেক ওয়ার্ডে কতোটা ইউনিট করা দরকার সে বিষয়ে আলোচনা করেন এবং নিয়মিত কর্মী বৈঠকে বসার তাগিদ দেন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা। তিনি বলেন সংগঠন শক্তিশালী করার জন্য দায়িত্বশীলদের ভূমিকা হ্চ্ছে দ্বীন ইসলামের দাওয়াত সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দেশ্য সম্পর্কে জানাতে এবং বোঝাতে হবে। আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা অব্যাহত রাখতে হবে। দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সর্বদা নিজেকে নিবেদিত রাখতে হবে। অনুষ্ঠানটি সার্বিকভাবে উপস্থাপনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শওকত আলী ও অর্থ সম্পাদক আব্দুল জব্বার।










