
তৌহিদ মাগুরা:বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে মাগুরাতে সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার ২৬ অক্টোবর বিকালে মাগুরার নোমানী ময়দানের অডিটোরিয়ামে মাগুরা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এই সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইমরান হোসেনমোল্লা”র সঞ্চালনায় জেলা সভাপতি আব্দুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দীন ও মাগুরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আক্তার হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলী আহম্মদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ” মাগুরা বিএনপির সবাইকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে।দলের প্রয়োজনে যাকে নির্বাচনে মনোনয়ন দেয়া হবে আমরা তার পক্ষেই সবাই মিলিত ভাবে কাজ করবো।দলের সহযোগী সংগঠন হিসাবে এব্যাপারে আমরা সবাই কেন্দ্রের সাথে একমত। আশা করি আপনারা কেউ দলের মধ্যে গ্রুপের সৃষ্টি করবেননা।










