মোঃ আলমগীর হোসেন জুয়েল: মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি সেরে উঠতে না উঠতেই বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার দেখা এর মধ্যেই হঠাৎ টর্নেডো উঠে পটুয়াখালীর মির্জাগঞ্জে টর্নেডোর আঘাতে সাতটি ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরচাপা পড়ে আহত হয়েছে শিশুসহ তিনজন।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন রানীপুর গ্রামের মোসা. রুমা বেগম (২৮), সামিয়া (৫) ও ইশা মনি (২)।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টর্নেডোর আঘাতে মুহূর্তের মধ্যে ওই এলাকার সেলিম সিকদার, আলমগীর, করিমেরসহ সাতটি বসতঘর বিধ্বস্ত হয়। এই পরিবারগুলোর রান্না করা সম্ভবত হবে না। তাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে খাবার রান্না করে দেয়া হবে বলে জানান চেয়ারম্যান। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম জানান, উপজেলার রানীপুর গ্রামে কয়েকটি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে ও তিনজন লোক আহত হয়েছে। অসহায় পরিবারকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য সহযোগীতা দিয়ে পাশে থাকবে প্রশাসন।যদি নিম্নস্তরে বায়ুর গতি ও দিক পরিবর্তন খুব দ্রুত হয়, তবে আনুভূমিক (অথবা কোণাকুণি) ভাবে ঘূর্ণন হতে পারে যা ভূমি স্পর্শ করে। এর ফলে দমকা টর্নেডো সৃষ্টি হয়। এগুলো সাধারণত সরল-রৈখিক ঝড়ো বাতাসের ফলে ক্ষতিগ্রস্ত কোন এলাকার ক্ষুদ্র অংশে ঘূর্ণন বায়ু দ্বারা মারাত্মক ক্ষতি করে।বৃহস্পতিবার যা পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার রানিপুর এলাকা ক্ষতিগ্রস্ত করে গেছে অসহায় করে গেল কয়েকটি পরিবারকে।