তৌহিদ : ভালো লেখাপড়ার পাশাপাশি ভালো ও দক্ষ মানুষ হতে হবে- এই কথাকে সামনে রেখে পড়ুয়া বাংলাদেশ মাগুরা জেলা ব্যাপী গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণী -২০২৪ অনুষ্ঠিত হলো। শনিবার ২৬ অক্টোবর সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা আবাসিক স্কুল (MAS) এর সহযোগিতায় শহরস্থ নোমানী ময়দানের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রোকনুজ্জামান ও মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,"আমি মাগুরাতে আসার পর পড়ুয়া বাংলাদেশের সদস্যরা আমার কছে দেখা করতে গেলে আমি তাদেরকে জানালাম একটা প্রতিযোগিতায় কথা।একথা শুনে তারা বললো স্যার বিগতদিনের প্রতিযোগিতার পুরস্কার দেয়া এখনো বাকি। একথা শুনে আমি তাদেরকে অনুষ্ঠান আয়োজন করতে বলি,সেই মোতাবেক আজকের এই অনুষ্ঠান। আমাদের সকলকেই গণিতে ভালো করা উচিত। আজ যারা এখানে পুরস্কার পেলো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। যারা এখানে আসতে পারেনি তাদেরকে আগামীতে আসার আহ্বান জানাচ্ছি।" অনুষ্ঠান শেষে প্রদান অতিথি শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে একটি গাছ,বই ও ক্রেস্ট তুলে দেন।