
নুরুজ্জামান খোকন : পিরোজপুরের নামাজপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর দিকনির্শেনায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে এবং ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে গতকাল ২৪ অক্টোবর বৃহস্পতিবার- ২০২৪, রাত ৮:৩০ সময় ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলে সাথে থাকা দুই বোতল ফেনসিডিল সহ পরবর্তীতে জিজ্ঞাসাবাদে বসত ঘরে তল্লাশী করে ২০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মো: আজগর আলী শেখ ওরফে ফুল মিয়া(৫৫), পিতা-মৃত: আনছার আলী শেখ এর পুত্র, তিনি উত্তর নামাজপুর (দক্ষিন বাইপাস),০৬ নং ওয়ার্ড, পিরোজপুর পৌরসভায় বসবাস করেন। আটককৃত আসামীর দেহ তল্লাশিতে পাওয়া ০২ বোতল ফেনসিডিল ও নিজ বসত বাড়ি থেকে উদ্ধারকৃত ২০০ পিস ইয়াবার ধারণাকৃত বাজার মূল্য যথাক্রমে-৮০০০ (আট হাজার) ও ৮০,০০০ (আশি হাজার) মোট=৮৮০০০ টাকা মূল্যের নেশা জাতীয় মালামাল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে উক্ত আসামি বলেন,খুলনা ও সাতক্ষীরা থেকে সাইফুল নামে এক ব্যক্তির কাছ থেকে, নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা এবং ফেন্সিডিল সংগ্রহ করে পিরোজপুরের বিভিন্ন এলাকায় লোকদের কাছে খুচরা বিক্রি করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান বলেন, আমরা অতি দ্রুত আসামি আটক সহ মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি, তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, ইনশাআল্লাহ আমরা পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করবো, যেকোনো মাদক সেবনকারী সহ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।










